টেস্ট থেকে অবসর বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহর

- আপডেট : ২৪ নভেম্বর ২০২১, বুধবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্ক : আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে গত জুলাইয়ে জিম্বাবোয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ।এরপর থেকেই এই বিষয়টি সংবাদমাধ্যমের সঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তিনি। সেই ম্যাচে প্রথম ইনিংসে ২৭৮ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।
যেটা ছিল তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে। টেস্ট ক্রিকেটে ৫০ ম্যাচ খেলে ৩৩.৪৯ গড়ে ২৯১৪ রান করেছেন পদ্মাপরের ডানহাতি এই ব্যাটার। লম্বা ক্রিকেট কেরিয়ারে ৬টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।