ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ: কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সরব সোনিয়া

- আপডেট : ২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
- / 6
নয়াদিল্লি, ২১ মার্চ: কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলের উপর আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধিও। তিনি বলেন, ‘কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ হল মোদি-শাহের অপরাধমূলক গতিবিধি।’
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে আয়কর বিভাগ। কংগ্রেসের অভিযোগ করে, আয়কর দপ্তর নিয়ম বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। যদিও এর বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করেছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায় অনুযায়ী, কংগ্রেসের ৭০ কোটির বকেয়া কর দিতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়।
All our bank accounts have been frozen. We cannot do our campaign work. We cannot support our workers and candidates. Our leaders cannot travel from one part of the country to the other. We're unable to put out our ads.
This is being done two months before the election campaign.… pic.twitter.com/Y3gaMDER8r
— Congress (@INCIndia) March 21, 2024
কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধীতা করে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনরা। এদিন সোনিয়া বলেন, ‘সাত বছর আগে ১৪ লাখ নগদের জন্য ২১০ কোটি জরিমানা। অথচ নিয়ম বলে সর্ব্বোচ দশ হাজার জরিমানা হতে পারে। কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদি। এটা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।’
A systematic effort is underway by the Prime Minister to cripple the Indian National Congress financially. Funds collected from the public are being frozen, and money from our accounts is being taken away forcibly.
However, even under these most challenging circumstances, we… pic.twitter.com/9a72ujK3QC
— Congress (@INCIndia) March 21, 2024
নির্বাচনের দু’মাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কমিশনও কিছু বলছে না বলে সরব হয়েছেন কংগ্রেস নেতারা। এই পরিস্থিতিতে ভোটের প্রচার হবে কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইলে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন।’