নভেম্বরেও ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন তালিকা

- আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: রাত পেরোলেই শুরু নভেম্বর মাস। অক্টোবর অর্থাৎ পুজোর মাসে প্রায় অর্ধেক দিনই ব্যাঙ্কে ছুটি ছিল। তবে এবার নভেম্বর মাসেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। নভেম্বরে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে আগেভাগেই জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। অন্যথায় ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে আপনাকে। দেখে নিন, নভেম্বর মাসে ব্যাঙ্ক হলিডের তালিকা ।
১ নভেম্বর ২০২২: কন্নড় রাজজ্যোৎসব/কুট – উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।
৬ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।
১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)।
১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
২০ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
২৩ নভেম্বর ২০২২: সেং কুতসানেম – শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।
২৬ নভেম্বর ২০২২: শনিবার (মাসের চতুর্থ শনিবার)।
২৭ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
চলতি অক্টোবর মাসে বিভিন্ন পূজা পার্বণের জন্য অনেক ছুটি ছিল ব্যাংকে। আগামী নভেম্বর মাসে অত ছুটি না থাকলেও, গোটা মাসে মোট ১০ দিন বিভিন্ন শহরে বিভিন্ন পুজো পার্বণ এবং সাপ্তাহিক ছুটির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে এই ছুটি রাজ্য এবং শহরে আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনও দিন ছুটি থাকলে দেশের সব জায়গাতে সেই ছুটি হবে এমন কোনও ব্যাপার নয়। প্রত্যেক জায়গাতেই ব্যাঙ্ক ছুটি আলাদা হয়ে থাকে। তবে বেশ কিছু ক্ষেত্রে কমন ছুটি থাকে। অর্থাৎ সেদিন গোটা দেশেই ছুটি এক হয়ে থাকে।