অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কোন কোন দিন

- আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্ক: আজ শনিবার পয়লা অক্টোবর। এই মাসের শুরু থেকেই রয়েছে নানান উৎসব। এই মাসে দুর্গা পুজো, নবরাত্রী-সহ রয়েছে একাধিক উৎসব৷ এর জেরেই অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ এমনকি বেশ কিছুদিন লাগাতার ছুটি থাকবে ব্যাঙ্ক ৷ তাই আপনার যদি ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে ছুটি লিস্ট দেখে শীঘ্রই সেরে রাখুন কাজগুলি ৷
অক্টোবরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকা দেখে নিন –
১ অক্টোবর (হাফ-ইয়ার্লি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্লোজিং): গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
৩ অক্টোবর (দুর্গাপুজোর অষ্টমী): আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪ অক্টোবর (দুর্গাপুজো/দশেরা (মহানবমী)/শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী): আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ অক্টোবর (দুর্গাপুজো/বিজয়া দশমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবে জন্মোৎসব): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহাম): ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর: দ্বিতীয় শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
৯ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
১৩ অক্টোবর (করওয়া চৌথ): শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার): জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
১৮ অক্টোবর (কাটি বিহু): গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ অক্টোবর: চতুর্থ শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
২৩ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
২৪ অক্টোবর (কালীপুজো/দীপাবলি/ভূত চতুর্দেশী): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর (লক্ষ্মীপুজো/দীপাবলি/গোবর্ধন পুজো): গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর (গোবর্ধন পুজো/ভাইভিজ, দীপাবলি (প্রতিপদ)/লক্ষ্মীপুজো/অ্যাকসেশন ডে): আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর (ভাইফোঁটা/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মীপুজো): গ্যাংটক, ইম্ফল, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
৩১ অক্টোবর (সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী/ছটপুজো/
অন্যান্য): আমদাবাদ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্কের ছুটি রাজ্যগুলি অনুযায়ী ও আঞ্চলিক উৎসব অনুযায়ী আলাদা আলাদা হয়। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে ও ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে।