পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা বানতলার লেদার কমপ্লেক্স এলাকায়। এই এলাকায় সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইপলাইন পরিষ্কারের কাজ চলছিল।তাই ম্যানহোলে নামে শ্রমিকরা। তারপরই মর্মান্তিক দুর্ঘটনা । ম্যানহোলের মধ্যে প্রাণ হারান ৩ শ্রমিক। দুর্গন্ধে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। এই দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘোষণা করেছেন, পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
রবিবার কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ট্যানারির পাইপলাইন পরিষ্কার করার জন্য প্রথমে এক সাফাইকর্মীকে নামানো হয়েছিল ম্যানহোলে। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তিনি না ওঠায় তাঁর খোঁজে হাইড্রেনে নামেন আরও দু’জন।কিন্তু ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরে ডুবুরি নামিয়ে তিনজনের দেহ উদ্ধার করা হয়। তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার।তাঁদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় ১ জনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা নেজাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলে তিন শ্রমিক তলিয়ে গিয়েছিলেন, সেটি প্রায় ১০ ফুট গভীর। পাশাপাশি, ম্যানহোল থেকে বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে। বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা। তারই জেরে তিন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে বলে মনে করা হয়। তবে এভাবে যথাযথ সুরক্ষা ছাড়া ম্যানহোলে শ্রমিকদের নামানো নিয়ে প্রশ্ন উঠেছে।