বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা

- আপডেট : ১০ মার্চ ২০২৪, রবিবার
- / 5
ইনামুল হক, বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রত্যাশা মতো প্রার্থী পাওয়ায় খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উত্তর ২৪ পরগনা জেলার ভূমিপূত্র তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম এবারে বসিরহাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত তিনি ছিলেন এই বসিরহাটের সাংসদ। সংসদে তার বলিষ্ঠ বক্তব্য অনেকসময়ই নজর কেড়েছে। হাজি নুরুল ছিলেন রাজ্যে হজ কমিটির চেয়ারম্যান। রাজ্য সরকারের হজ ব্যবস্থাপনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি রাজ্য হজ কমিটির উপদেষ্টা কমিটিতেও রয়েছেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দল তাঁকে মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী করে। কিন্তু কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হন। তার মতো কর্মদক্ষ নেতাকে বসিয়ে না রেখে ২০১৬ ও ২০২১ হাড়োয়া বিধানসভায় টিকিট দেয়। দু’বারই তিনি জয়লাভ করেন। এরপর চলতি বছরে তাঁকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সভাপতি করা হয়। ছিলেন দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতিও। পরে দল তাঁকে এই পদ থেকে অব্যহতি দেয়। দলকে নেতৃত্বদানে এবং জনপ্রতিনিধি হিসেবে তার গ্রহণযোগ্যতার নিরিখে হাজি নুরুল ইসলাম আবার বসিরহাট লোকসভায় টিকিট পাওয়ায় খুশির হাওয়া দলীয় অন্দরেও। বসিরহাটের বাসিন্দা ও বসিরহাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর সরদার ইলিয়াস আলি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে বিগত দিনে বসিরহাটের মানুষ তাকে সহজে পেয়েছেন। এলাকার উন্নয়নেও তার যথেষ্ট ছাপ রেখেছেন। তাই দল তাঁকে টিকিট দেওয়ায় আমার মতো অনেকেই খুশি।