BCCI: আইসিসি ইভেন্টে পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখার অনুরোধ করেনি ভারত

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
- / 127
পুবের কলম প্রতিবেদকঃ সীমান্তের সমস্যার কারণে ভারত-পাকিস্তান ক্রিকেট দল (BCCI) দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলে না। তাদের দেখা হয় শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টে। যার ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ২২ গজের লড়াইয়ের দিকে নজর থাকে গোটা ক্রিকেট বিশ্বের। এমনিতেই ক্রিকেটের বাইরে এই দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সম্পর্ক আরও খারাপ হয়েছে।
ওই ঘটনার পর ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কেও নতুন করে ফাটল ধরেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)সহসভাপতি রাজীব শুক্লা সাফ জানিয়ে দিয়েছেন, ভারত ভবিষ্যতে পাকিস্তানের বিপক্ষে কোনওদিনই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। তখনই গুঞ্জন ছড়ায় আইসিসি ইভেন্টেও ভারত-পাকিস্তানকে যাতে আলাদা গ্রুপে রাখা হয়, সে ব্যাপারে আইসিসিকে অনুরোধ করেছে বিসিসিআই।
যদিও এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে জানা যায়, ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইসিসিকে এমন কোনও অনুরোধ করা হয়নি যার ফলে আইসিসি ইভেন্টে তাদেরকে আলাদা গ্রুপে রাখা হয়। পাশাপাশি বিসিসিআইয়ের অভ্যন্তরীণ এক সূত্র জানিয়েছে, আইসিসি ইভেন্টে পাকিস্তান ক্রিকেট টিম থাকলে গ্রুপ বদলানোর ব্যাপারে বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কারোর কাছে কোনও অনুরোধ করেনি।