পুবের কলম প্রতিবেদক: বাংলার মুকুটে ফের এক নতুন পালক যুক্ত হল। দেশের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজ্যের মর্যাদা পেল বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই শিরোপা দেওয়া হল রাজ্যকে। বাঙালির অলস বদনাম থাকলেও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কাজের মূল্যায়নের নিরিখে পশ্চিমবঙ্গই সবচেয়ে ‘হাই পারফরমিং স্টেট’ বা উচ্চক্ষমতাসম্পন্ন রাজ্যের মর্যাদা পেল।
সবসময় কাজে বিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জমানায় বাংলার শ্রমদিবস নষ্ট হয় না। রাজনৈতিক প্রতিহিংসায় বিজেপি বাংলার সমালোচনা করলেও কেন্দ্রের রিপোর্ট বলছে অন্য কথা। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রক প্রতিবছর দেশের কোন রাজ্য কেমন কাজ করছে তার ওপর একটা রিপোর্ট তৈরি করে। সেই ভিত্তিতেই পশ্চিমবঙ্গ এই সর্বাপেক্ষা কর্মক্ষম রাজ্যের স্বীকৃতি পেল।
মোট ছয়টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। ফলাফলে ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। এই মূল্যায়নই প্রমাণ করে দেয়, বাংলাই উন্নয়নমূলক কাজের শীর্ষে। অন্যদিকে কেন্দ্রের মূল্যায়নে বিজেপি শাসিত রাজ্যগুলির করুণ অবস্থা। শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, এসসি-এসটি এবং নারী সংরক্ষণের নিয়ম মানা, নিয়মিত অডিট, টাকা খরচের স্বচ্ছতা এবং উন্নয়নের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে পঞ্চায়েতগুলি নিজস্ব আয় কতটা বাড়াতে পেরেছে। এসবের ভিত্তিতেই পশ্চিমবঙ্গকে সর্বাপেক্ষা কর্মক্ষম রাজ্যের তকমা দিল কেন্দ্র। এ ছাড়াও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ হয়েছে সেই বিষয়টিও দেখা হয়েছে। এ ছাড়া জন প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদির মূল্যায়নে ৭০.৬৩ শতাংশ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছে বাংলা। বাংলা ছাড়া আরও পাঁচটি রাজ্য এই ‘হাই পারফরমিং স্টেট’-এর মর্যাদা পেয়েছে।