BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত ভারত-পাক দ্বৈরথ: সিনেমা নয় রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্সে দেখানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ

নিউইয়র্কে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পুবের কলম ওয়েবডেস্ক: নিউইয়র্কে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী আলবেনিতে গভর্নর অফিসে বাঙালির সবচেয়ে বড় উৎসবকে উদ্‌যাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ২২ জানুয়ারি সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন। প্রস্তাবনাটি নিউ ইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওই ঘোষণায় উল্লেখ করা হয়, ১৪ এপ্রিল, অর্থাৎ বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন পয়লা বৈশাখকে নিউইয়র্কে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত গৃহীত হল।

বাংলা নববর্ষের ইতিহাস বর্ণনা করে এতে আরও বলা হয়, ভারতের মুঘল সাম্রাজ্যে পয়লা বৈশাখ উদ্‌যাপনের সূচনা হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্না দেশে, যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডসহ ভারতের বিভিন্ন অঞ্চলে একই সময়ে নববর্ষ উদ্‌যাপিত হয়ে থাকে।

সিদ্ধান্তে বলা হয়, নিউ ইয়র্ক স্টেট বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষদের গৌরবময় সাফল্য, বিশেষত এই রাজ্যে বসবাসরত বাঙালিদের অব্যাহত অবদানের স্বীকৃতি জানিয়ে ১৪ এপ্রিলকে এই অঙ্গরাজ্যে বাংলা নববর্ষ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দসহ বাংলার বহু মনিষী ১৯ শতকের শেষভাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। ১৯ শতকের শেষ দিকে বাংলাদেশি প্রবাসীরা নিউ ইয়র্ক আসতে শুরু করেন এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের প্রবাসীরা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করতে শুরু করে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder