BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মধুছন্দা চক্রবর্তী: ইউনেস্কো মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব প্রথম রেখেছিল ১৯৯৯ সালে। ১৮৮টি দেশ এই প্রস্তাবকে সমর্থন জানায়। এরপর ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন করা হতে থাকে একুশে ফেব্রুয়ারি। যে দিনটি বাংলাদেশে ভাষা শহিদ দিবস হিসেবে পালিত হত। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় বেশ কয়েক বছর ধরে দেশপ্রিয় পার্কের অমর একুশে মঞ্চ হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মঞ্চ। শুক্রবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের রজত জয়ন্তী। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল এপার বাংলায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন তাঁর বক্তব্যের প্রথমেই ‘আমি বাংলার গান গাই’-এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়ের একেবারে শেষ সময়ে হাসপাতালের বেডে তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করলেন। বললেন, প্রতুলদা চলে গেলেও তাঁর এই আমি বাংলার গান গাই অমর হয়ে থাকবে। ভাষা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা আমার মাতৃভাষা। তাই মাতৃভাষার প্রতি আমার সেন্টিমেন্ট থাকবেই। বাংলা বিশ্বের মধ্যে পঞ্চম কথিত ভাষা এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যবহারকারী ভাষা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অক্লান্ত পরিশ্রমে বাংলা ভাষাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে, সে-কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর কথায়, এই রাজ্য সমস্ত ভাষাকে সম্মান করে। তাই এই রাজ্যে সরকারি ভাষার তালিকায় বাংলা ছাড়াও রয়েছে রাজবংশী, কামতাপুরী, সাদরি, কুরমালি, সাঁওতালি, হিন্দি, উর্দু ইত্যাদি ভাষাও। মমতার কথায়, ভাষা দিবস কারও একার নয়, ভাষা দিবস সবার। এ দিন কয়েকজন বক্তার কথায় বাংলাদেশে আড়ম্বরহীন একুশে ফেব্রুয়ারির প্রসঙ্গ এলেও, মমতা জানান, অন্য কোনও দেশের সম্বন্ধে বলা উচিত নয়। তবে আমাদের রাজ্যে বাংলা ভাষার আরও চর্চা হোক, ভাষা আরও তুফান তুলুক, এই কামনা করে তাঁর ‘শান্তি’ কবিতাটি পাঠ করলেন।
প্রত্যেক বছর দেশপ্রিয় পার্কের ভাষা দিবস প্রাণ পেত প্রতুল মুখোপাধ্যায়ের উদাত্ত কণ্ঠে ‘আমি বাংলার গান গাই’ শুনে। যে গান শুনে মঞ্চে বসা মানুষ থেকে সামনের চেয়ারে বসা অধিকাংশ মানুষও গলা মিলিয়ে ফেলতেন অবশ্যম্ভাবীভাবে। ভাষা দিবসে যে মানুষটির গান এক কথায় ছিল ‘বাংলার গান’। সেই মানুষটি প্রতুল মুখোপাধ্যায়। শুক্রবার দেশপ্রিয় পার্কের ভাষা দিবসের অনুষ্ঠানে স্বশরীরে না থাকলেও রইলেন আরও বেশি করে। মঞ্চের পাশে রাখা তাঁর ছবিতে, সহধর্মিণী শর্বাণী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে, যাকে জড়িয়ে রইলেন মুখ্যমন্ত্রী, মঞ্চে থাকা বিশিষ্টদের কথায়, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক স্মৃতিচারণে, এমনকী শেষ মুহূর্তে ল্যান্সডাউন প্লেস রাস্তাটির ‘প্রতুল মুখার্জি সরণী’ নামকরণে।
শ্রীজাতর কথায়, যাঁর ‘সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা/ জানের কাছে কবুল রাখে গানের পরিভাষা।… হাঁটতে গেলেন হয়তো কোথাও… ফিরবেন এক্ষুণি… বাংলা ভাষা শুনলে আজও প্রতুলদাকেই শুনি।’ সত্যি বলতে কী, বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির ভাষা দিবসে যেমন আবদুল গাফফর খানের লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ গানটি সকলের মুখে মুখে ফেরে, এপার বাংলার মানুষের কাছে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ প্রায় ততটাই জনপ্রিয়। শুক্রবারও ভাষা দিবসের উদ্যাপনে এবং প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ মেশামেশি হয়ে রইল।
শুক্রবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবস পালনের অনুষ্ঠানে জয় গোস্বামী শোনালেন প্রয়াত কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা। শ্রীজাত প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করে শোনালেন তাঁর বর্ণমালা কবিতাটি। গায়ক রূপঙ্কর, আবুল বাশার, গৌতম ঘোষ, সুবোধ সরকার, শুভাপ্রসন্নদের বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এই ভাষা দিবসে পালল যথাযোগ্য মর্যাদায় না হওয়ায় ক্ষোভের আঁচ ধরা পড়ে। ইমন চক্রবর্তী গেয়ে শোনান, কীর্তনাঙ্গের গান, নয়ন রে নয়ন রাখিব। বিবেক কুমারের প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সুর বেঁধে দেন। সুরজিতের গলায় রাধা-কৃষ্ণকে নিয়ে জসিমুদ্দিনের গান ‘প্রাণ সখী রে’, বাবুল সুপ্রিয়র গলায় নির্মলা মিশ্রের বিখ্যাত গান ‘এই বাংলার মাটিতে মাগো জন্ম আবার দিও’, লোপামুদ্রার গলায় জীবনানন্দের ‘আবার আসিব ফিরে’ গানগুলি সবই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন হয়ে ওঠে। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনের পরিবেশিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান, সুবোধ সরকারের গলায় মুখ্যমন্ত্রীর কবিতা দিয়ে ভাষা দিবসের অনুষ্ঠান ভরে ওঠে বাংলা ভাষার প্রতি বাঙালির মমতায়।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder