দরিদ্রতা আপনার থেকে দূরে সরে যাবে-একবার পড়ুন এই সূরা !

- আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 14
করোনাকালে কাজ হারিয়েছে বহু মানুষ, হতাশ হয়ে পড়েছে অনেকেই ,বারংবার ভাবছেন আজ কি খাবে , আজ কি পরবে, দুনিয়াবি চিন্তায় এতোটাই মশগুল হয়ে গেছে যে ভুলে গেছে নিজের সৃষ্টি কর্তার কথা । তিনি বার বার বহু সূরার অনেক আয়াতে বলেছেন রিজিকের মালিক তিনি ! এমনকি তিনি নিজেকে ‘রাজ্জাক’ বলেও আখ্যায়িত করেছেন ।
নিশ্চয় তোমার পালনকর্তা (আল্লাহ) যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন । তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং সব কিছু দেখছেন । (সূরা: আল-ইসরা, আয়াত ৩০)।
মানুষ দুনিয়াবী চিন্তায় এতটাই পথভ্রষ্ট হয়ে গেছে যে এটা ভুলে গেছে আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে সমস্থ সমস্যার সমাধান এর কথা উল্লেখ করেছেন ।
কোরআন শরীফে এমন এক সূরা আছে যেটা মাগরিব নামাযন্তে পড়লে দরিদ্রতা কোনও দিন আপনাকে ছুঁতে পারবে না ।
এক হাদিসে বলা হয় হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) অন্তিম সময়ে যখন মৃত্যু শয্যাই শায়িত ছিলেন তখন হজরত ওসমান (রা.) তাঁকে দেখতে যান । তখন ওসমান (রা.) ওনাকে জিজ্ঞাসা করেন তুমি কীসের এত চিন্তা করছ ? তুমি কী তোমার সন্তান সন্ততিদের চিন্তা করছও, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) জবাবে বলেন না ,আমি তাদের জন্য সূরা ওয়াকীয়াহ রেখে গেলাম । ইন শা আল্লাহতাআলা দরিদ্রতা ওদের কোনও দিন স্পর্শ করবে না, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি প্রত্যহ মাগরিব এর পর থেকে ফজরের আগে পর্যন্ত সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনও ক্ষুধার্ত থাকবে না ।’
হজরত ইবনে মাসউদ (রা.) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার আদেশ করতেন । (বাইহাকি: শুআবুল ঈমান-২৪৯৮)