পুবের কলম, ওয়েবডেস্ক: কুকীর্তির চরম পর্যায়ে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অভিব্য আচরণ শিক্ষকদের। এখানেই ক্ষান্ত হয়নি তারা। মদ খেয়ে এক ছাত্রীকে হেনস্থা করেছে বলেও জানা গেছে।
জানা গেছে, স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে আকণ্ঠ মদ্যপান শিক্ষকদের। মদ খেয়ে মাতলামি পর্যন্ত করে তারা। পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবাদ করে পড়ুয়ারা। তাতে বেজাই চটে যায় শিক্ষকরা। পরে এই ঘটনা জানতে পেরে অভিভাবকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায়। শিক্ষামূলক ভ্রমণে ভীমনগরের কোশী ব্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ জন পড়ুয়াকে। নজরদারি তো দূর কি বাত মাছভাজা দিয়ে মদ পান করতে শুরু করে তারা। ভ্রমণ শেষে বাসে ফেরার সময় উটকো ঝামেলা শুরু করে তারা।
পড়ুয়ারা বিক্ষোভ জানালে এক ছাত্রীকে হেনস্থা পর্যন্ত করে। যাকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের কথা কাটাকাটিও হয়।স্কুলে ফেরার পর অভিভাবকরা সংশ্লিষ্ট বিষয়ে জানতে পেরেক্ষোভে ফেটে পড়েন। স্কুলের মধ্যেই তালাবন্দি করে রাখা হয় শিক্ষকদের। দায়ের হয় অভিযোগ।
খবর দেওয়া হয় রাজ্যের শিক্ষা দফতরে।তারপর অভিযুক্ত শিক্ষকদের শোকজ করা হয়েছে। জারি তদন্ত। অভিযুক্তদের মধ্যে স্কুলের হেডমাস্টার যেমন রয়েছেন, তেমনই একজন স্থায়ী শিক্ষক ও সাতজন চুক্তিভিত্তিক শিক্ষকও রয়েছেন।