২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ধ্বনিভোটে লোকসভায় পাস কৃষি আইন প্রত্যাহার বিল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্কঃ ধ্বনিভোটে লোকসভায় পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদে তুমুল হট্টোগোলের মধ্যেই লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পেশ। সোমবার এই বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আলোচনার দাবিতে সরব বিরোধীরা। কোনও আলোচনা ছাড়াই বিল পাস করা হল বলে অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা।

 

এদিন অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে শান্তিপূর্ণভাবে আলোচনার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, যেকোনও বিষয় আলোচনা করতে প্রস্তুত সরকার। বিরোধিতা করুন, সংসদ চলতে দিন। সংসদের গৌরব নষ্ট করবেন না।আমাদের এমন আচরণ বজায় রাখা উচিত, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

 

সংসদের যৌথ অধিবেশনে নতুন সাংসদরা শপথ গ্রহণের পরই লোকসভার অধিবেশন শুরু হয়। তারপরেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষক ইস্যুতে। লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের শান্তি বজায় অনুরোধ জানিয়ে বলেন, ‘আজ অধিবেশনের প্রথম দিন। গোটা দেশের নজর রয়েছে অধিবেশনের দিকে”।

 

এদিন সংসদের বাইরে মল্লিকার্জ্জুন খারগের নেতৃত্বে ১১টি দল বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখায় কংগ্রেস। এই বিক্ষোভে শামিল হন সনিয়া ও রাহুল গান্ধি। সংসদের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূলও।

আজ থেকেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর অবধি।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ধ্বনিভোটে লোকসভায় পাস কৃষি আইন প্রত্যাহার বিল

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ধ্বনিভোটে লোকসভায় পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদে তুমুল হট্টোগোলের মধ্যেই লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পেশ। সোমবার এই বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আলোচনার দাবিতে সরব বিরোধীরা। কোনও আলোচনা ছাড়াই বিল পাস করা হল বলে অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা।

 

এদিন অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে শান্তিপূর্ণভাবে আলোচনার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, যেকোনও বিষয় আলোচনা করতে প্রস্তুত সরকার। বিরোধিতা করুন, সংসদ চলতে দিন। সংসদের গৌরব নষ্ট করবেন না।আমাদের এমন আচরণ বজায় রাখা উচিত, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

 

সংসদের যৌথ অধিবেশনে নতুন সাংসদরা শপথ গ্রহণের পরই লোকসভার অধিবেশন শুরু হয়। তারপরেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষক ইস্যুতে। লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের শান্তি বজায় অনুরোধ জানিয়ে বলেন, ‘আজ অধিবেশনের প্রথম দিন। গোটা দেশের নজর রয়েছে অধিবেশনের দিকে”।

 

এদিন সংসদের বাইরে মল্লিকার্জ্জুন খারগের নেতৃত্বে ১১টি দল বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখায় কংগ্রেস। এই বিক্ষোভে শামিল হন সনিয়া ও রাহুল গান্ধি। সংসদের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূলও।

আজ থেকেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর অবধি।