BREAKING:
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের তৃতীয় সন্তান-এর জন্ম দিলে মিলবে ৫০হাজার! বহুতল থেকে ঝাঁপ জিএসটি আধিকারিকের, হতাশা থেকে আত্মহত্যা দাবি পুলিশের গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল সংসদের অধিবেশন চলাকালীন অসুস্থ সৌগত রায় শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

তৃতীয় সন্তান-এর জন্ম দিলে মিলবে ৫০হাজার!

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫
তৃতীয় সন্তানের জন্ম দিলে মিলবে ৫০ হাজার!

তৃতীয় সন্তান-এর জন্ম (birth) দিলে মিলবে ৫০হাজার!

 

হায়দরাবাদ, ১০ মার্চ: তাঁর নেতা সংশোধনী পাশ করিয়ে নিশ্চিত করেছিলেন দু’য়ের বেশি সন্তান থাকলে তবেই স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এবার ‘নেতা’ চন্দ্রবাবু নাইডুর পদাঙ্ক অনুসরণ করে আরও এক ধাপ এগিয়ে টিডিপি সাংসদ কেলিসেট্টি আপ্পালা নায়ডু ঘোষণা করলেন, তৃতীয় সন্তানের জন্ম (birth) দিলেই মিলবে কড়কড়ে ৫০ হাজার। ওই টাকা মায়ের নামে ফিক্সজ ডিপোজিট করে দেওয়া হবে।

 

যদি সন্তান ছেলে হয়, তাহলে ‘বোনাস’ একটি গরু। সঙ্গে যেমন ৫০ হাজার টাকা রয়েছে তা তো থাকবেই। তবে এই সাহায্য সরকারি তহবিল থেকে নয়, নিজের বেতনের টাকা থেকে এই পুরস্কার দেবেন জানিয়েছেন টিডিপি সাংসদ কেলিসেট্টি আপ্পালা নায়ডু। সাংসদের এমন ব্যতিক্রমী ও অর্থকরী ঘোষণার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

দিনকয়েক আগে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ঘোষণা করেন, জনসংখ্যা বৃদ্ধির জন্য মহিলাদের যতটা সম্ভব বেশি সন্তান প্রসব করা উচিত। এমনকী প্রসবের সময় সমস্ত মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এতদিন পর্যন্ত দু’টি বাচ্চার ক্ষেত্রে বেতন-সহ ছ’মাসের ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয় সরকারি মহিলা কর্মীদের জন্য। কিন্তু এখন সন্তানের সংখ্যা বাড়লেও কোনও ক্ষতি নেই। বেতন-সহ ছুটি দেওয়া হবে মহিলা কর্মীদের।

গত নভেম্বরে ওই বিলে সংশোধনী পাশ করিয়ে ১৯৯৪-এর দুই সন্তান নীতি বদলে ফেলে নায়ডু সরকার। অর্থাৎ দু’য়ের বেশি বাচ্চা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আর কোনও বাধা থাকবে না। এখানেই শেষ নয়, আগামী দিনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে দু’য়ের বেশি বাচ্চা বাধ্যতামূলক করার কথাও ভাবছেন অন্ধ্রপ্রদেশের মুখিয়া চন্দ্রবাবু নাইডু। পরবর্তী প্রজন্মের মধ্যে বিয়ের ইচ্ছা ক্রমশই কমছে। বিবাহিতদের মেধ্যে একের বেশি সন্তান নেওয়ার অনিচ্ছায় অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা হ্রাসের আশঙ্কা বেড়েই চলেছে। তাই জনসংখ্যা বৃদ্ধিতে টিডিপি সাংসদের এমন দাওয়াই।

আরও পড়ুনঃ দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল

টিডিপি সাংসদের এমনতরো বক্তব্যকে দলীয় নেতা-কর্মীরা বিপ্লবী বলে বর্ণনা করেছেন। সাংসদের জনসংখ্যা বৃদ্ধি (birth) প্রসঙ্গে মন্তব্য এমন সময়ে এসেছে যখন তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্র প্রদেশ সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব। এ বিষয়ে সবথেকে বেশি সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

 

তিনি বলেন, যদি নতুন আদমশুমারির তথ্যের ভিত্তিতে লোকসভা আসনগুলি সীমানা নির্ধারণ করা হয়, তাহলে দক্ষিণের রাজ্যগুলির অংশ হ্রাস পাবে। বর্তমানে তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসন রয়েছে, যা কমে ৩১ বা ৩০-এ নেমে আসবে। তেমনই, কেরালার ২০টির জায়গায় কমে দাঁড়াবে ১২টিতে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder