নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারিঃ দিল্লি বিধানসভা ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরে জয়ী বিজেপি প্রার্থী মোহন সিং বিস্ত তাঁর বিধানসভা কেন্দ্রের নাম পাল্টানোর হিন্দুত্ববাদী কর্মসূচি পালন করতে কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন। এনিয়ে ঘোর বিতর্ক তৈরি হয়েছে। আপ প্রার্থী আদিল আহমেদ খানকে হারিয়ে জয়ী বিজেপি প্রার্থী মোহন সিং বিস্ত বলেছেন, মুস্তাফাবাদ কেন্দ্রের নাম পাল্টে দিয়ে শিবপুরী অথবা শিববিহার নামকরণ করা হবে। বিস্ত দাবি করেছেন, ভোটে জিতলে মুস্তাফাবাদের নাম পাল্টে দেব। আমি ভোটারদের দেওয়া এই প্রতিশ্রুতি পালন করব।
২০১৪ সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পর এবং উত্তরপ্রদেশ-সহ দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিতে ঐতিহাসিক স্থানের নাম পাল্টানোয় মুসলমান সম্প্রদায়ের নাগরিকদের ভাবাবেগে আঘাত হানছে বিজেপি।
একইসঙ্গে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতীয় সংস্কৃতির সনাতনী ধারণায় কুঠারাঘাত করছে। শনিবার ফল প্রকাশিত হতে না হতেই এই আবহে রবিবার মুস্তাফাবাদের নাম পাল্টে দেওয়া হবে বলে দাবি করলেন জয়ী বিজেপি প্রার্থী বিস্ত। উল্লেখ্য, আপ প্রার্থীকে হারিয়ে বিস্ত ১৭ হাজার ৫৭৮ ভোটে জয়ী হয়েছেন।