২৪’-এর নির্বাচনের লক্ষ্যে সহিংসতা বাড়াচ্ছে বিজেপি: সিব্বল
ইমামা খাতুন
- আপডেট :
৩ এপ্রিল ২০২৩, সোমবার
- / 20
পুবের কলম,ওয়েবডেস্ক: রাজ্যসভার শনিবার সাংসদ কপিল সিব্বালের অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সাম্প্রদায়িক হিংসাকে উসকে দেওয়ার কাজ করছে বিজেপি। সিব্বাল বলেন, পশ্চিমবঙ্গ এবং গুজরাতের পরিস্থিতি তারই ‘ট্রেলর’ মাত্র। পশ্চিমবঙ্গের হাওড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষের পর সহিংসতা এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। ৩০ মার্চ গুজরাত এবং মহারাষ্ট্রেও রামনবমীর উৎসব ঘিরে হিংসাত্মক হয়ে উঠেছিল বিভিন্ন এলাকা। সিব্বালের ভাষায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে এ সবই পরিকল্পিতভাবেই ঘটানো হচ্ছে। এক ট্যুইটবার্তায় তিনি বলেন, ‘২০২৪-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি ততই পরিকল্পনামাফিক সাম্প্রদায়িক সহিংসতা, অভদ্র ভাষা, সংখ্যালঘুদের নিগ্রহ, ইডি, সিবিআই লেলিয়ে দিয়ে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধীদের আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। সম্প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশে ‘ইনসাফ’ নামক এক অ-নির্বাচনী প্লাটফর্ম তৈরি করেছেন তিনি। সিব্বাল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) প্রথম এবং দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গত বছরের মে মাসে কংগ্রেস ত্যাগ করে এসপির সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমীর সমাবেশ চলাকালীন সহিংসতা ও সংঘর্র্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে এবং ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।