ছাতনার আইসিকে ‘বিবস্ত্র’ করার হুমকি, গ্রেফতার বিজেপি নেতা

- আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্ক: ছাতনার আইসিকে প্রকাশ্যে ‘বিবস্ত্র’ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি নেতা জীবন চক্রবর্তী। এই ঘটনায় বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চাপের মুখে বিজেপি নেতাদের বক্তব্য উনি (জীবন চক্রবর্তী) বিজেপির কেউ নন।
উল্লেখ্য, স্থানীয় একটি পুকুর খননে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনা থানার দুবরাজপুর মোড়ে অবরোধ করে বিজেপি। বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে চলা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে জীবন চক্রবর্তী, শ্যামসুন্দর মণ্ডল ও দেবীদাস চক্রবর্তী নামে তিন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিস।
ছাতনা থানার আইসি আশিস জৈনকে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দেন। এদিন এই অবরোধের জেরে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন ছাতনা থানার আইসি আশিস জৈন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।