নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি: একের পর এক রাজ্যে গেরুয়া শিবির তাদের বিজয়ধ্বজা ওড়াচ্ছে। এমন ‘সুখ’-এর দিনে বিজেপির অন্দরে বাড়ছে অসন্তোষ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করতেও দ্বিধা করছেন না কিছু প্রবীণ বিজেপি নেতা। দলবিরুদ্ধ কথা বলে শীর্ষনেতৃত্বের কোপের মুখে পড়েছেন বিজেপির চার নামচিন নেতা।
তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী এবং বিদ্বেষ-ভাষণে সদামুখর অনিল ভিজকে নোটিশ পাঠানো হয়েছে। একই অবস্থা কর্নাটকের দলীয় বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াতনালেরও। এছাড়াও বেসুরো বাজছেন রাজস্থানের মন্ত্রী কিরোড়ি লাল মীনা এবং মারাঠি বিধায়ক ও গোপীনাথ মুন্ডের কন্যা পঙ্কজা মুন্ডে। সব মিলিয়ে দলে অসেন্তাষ যে বাড়ছে তা একপ্রকার স্পষ্ট।
তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ করায় ক্যাবিনেট মন্ত্রী কিরোড়িলাল মীনার বিরুদ্ধে রাজস্থানের দলীয় সভাপতি মদন রাঠোর শোকজ নোটিশ পাঠিয়েছেন। শোকজ নোটিশে বলা হয়েছে, মীনা তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করে সরকারের ইমেজ নষ্ট করেছেন। সাওয়াই মাধোপুর কেন্দ্রের বিধায়ক, আপনি রাজস্থান মন্ত্রিসভার সদস্য। মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর মিডিয়ায় প্রকাশ করতে সাহায্য করেছেন। আপনি সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপের যে অভিযোগ এনেছেন তা অসত্য।
বিজেপির অন্যতম শীর্ষ নেতা প্রয়াত গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডেও অসন্তুষ্ট। মহারাষ্ট্র মন্ত্রিসভায় পরিবেশমন্ত্রী গোপীনাথ-কন্যা। দেবেন্দ্র ফড়নবীস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পঙ্কজা দূরত্ব বাড়িয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমার বাবা গোপীনাথ মুন্ডেকে প্রচুর মানুষ ভালবাসেন, তাদের সংখ্যা এতটাই যে তিনি চাইলেই নতুন রাজনৈতিক দল গড়তে পারেন।’ তিনি কি তাহলে দল ছাড়ছেন? এরপরই জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু বরাবরের মতো এবারও তিনি বিষয়টি অস্বীকার করেন।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং রাজ্য সভাপতি মোহন লাল বাডোলিকে লক্ষ্য করে বারবার তির্যক মন্তব্য করার অভিযোগে মন্ত্রী অনিল ভিজকে সোমবার শোকজ নোটিশ জারি করা হয়েছিল। বাডোলি ভিজকে জারি করা শোকজ নোটিশে বলেছেন, ‘আপনি সম্প্রতি দলের (রাজ্য) সভাপতি এবং মুখ্যমন্ত্রীর পদের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। অভিযোগগুলো খুবই গুরুতর এবং দলীয় নীতি ও অভ্যন্তরীণ শৃঙ্খলাবিরোধী। আশা করছি আপনি তিন দিনের মধ্যে দলের কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন’।
অনিল ভিজের মতোই সোমবারই কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাতিল ইয়াতনালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ইয়াতনাল ক্রমাগত কর্নাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তীক্ষ্ণ মন্তব্য করেন। যা দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল মনে করছে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটি।
ইয়াতনালকে পাঠানো শোকজ নোটিশে তাঁর কাছে জানতে চেয়েছে, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে। নোটিশে আরও বলা হয়েছে, দল আপনার ক্রমাগত তীক্ষ্ণ বিবৃতি এবং দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করেছে, যা বিজেপির সংবিধানে থাকা শৃঙ্খলাবিধি এবং এর নিয়মগুলির স্পষ্ট লঙ্ঘন।’