২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সন্দেশখালিতে বিজেপির বড়সড় ভাঙ্গন

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ সন্দেশখালিতে বিজেপির বড়সড় ভাঙ্গন হল। বিজেপির ১০০০ নেতা কর্মী সমর্থক মিছিল করে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায়  তৃণমূলে যোগদান করলো ।শনিবার সন্দেশখালির ধামাখালিতে তৃণমূলের প্রস্তুতি সভায় সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে এক হাজার বিজেপি নেতা কর্মী সমর্থকরা মিছিল করে তৃণমূলে যোগদান করলেন। এদিন বিকেল তিনটে নাগাদ এই সমাবেশে তারা যোগদান করে।  তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ নুসরত জাহান, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান  হাজী নুরুল ইসলাম,  সভাপতি সরোজ   বন্দদ্যোপাধ্যায়, যুবনেতা সুরজিৎ মিত্র  ওরফে বাদল, সমীক রায় অধিকারী, সন্দেশখালির রূপকার তথা ব্লক সভাপতি শেখ শাহাজান, সন্দেশখালি তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ,লক্ষণ অধিকারী,  সহ একাধিক ব্যক্তিত্ব। উল্লেখ্য,  সন্দেশখালি বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপি নেতা তরুণ দাস ও বিশ্বরূপ মন্ডল বলেন, যেভাবে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরকে ফের ক্ষমতা এনেছেন।  তাতে আর কিছু বলার নেই। একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নের শরিক সাম্প্রদায়িক বিভাজনকে দূরে সরিয়ে রেখে আমাদের অনেক নেতাকর্মী আজ তৃণমূলে যোগদান করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্দেশখালিতে বিজেপির বড়সড় ভাঙ্গন

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ সন্দেশখালিতে বিজেপির বড়সড় ভাঙ্গন হল। বিজেপির ১০০০ নেতা কর্মী সমর্থক মিছিল করে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায়  তৃণমূলে যোগদান করলো ।শনিবার সন্দেশখালির ধামাখালিতে তৃণমূলের প্রস্তুতি সভায় সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে এক হাজার বিজেপি নেতা কর্মী সমর্থকরা মিছিল করে তৃণমূলে যোগদান করলেন। এদিন বিকেল তিনটে নাগাদ এই সমাবেশে তারা যোগদান করে।  তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ নুসরত জাহান, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান  হাজী নুরুল ইসলাম,  সভাপতি সরোজ   বন্দদ্যোপাধ্যায়, যুবনেতা সুরজিৎ মিত্র  ওরফে বাদল, সমীক রায় অধিকারী, সন্দেশখালির রূপকার তথা ব্লক সভাপতি শেখ শাহাজান, সন্দেশখালি তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ,লক্ষণ অধিকারী,  সহ একাধিক ব্যক্তিত্ব। উল্লেখ্য,  সন্দেশখালি বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপি নেতা তরুণ দাস ও বিশ্বরূপ মন্ডল বলেন, যেভাবে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরকে ফের ক্ষমতা এনেছেন।  তাতে আর কিছু বলার নেই। একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নের শরিক সাম্প্রদায়িক বিভাজনকে দূরে সরিয়ে রেখে আমাদের অনেক নেতাকর্মী আজ তৃণমূলে যোগদান করেন।