বিজেপির সাংগঠিক রদবদল, হাওড়া সদরে নতুন সভাপতি হলেন সংঘ ঘনিষ্ঠ রমাপ্রসাদ ভট্টাচার্য

- আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার
- / 5
আইভি আদক, হাওড়া: ২৪-র লোকসভার আগে হাওড়া সদর জেলায় ফের সভাপতি বদল বিজেপির। নতুন সভাপতি হলেন সংঘ ঘনিষ্ঠ রমাপ্রসাদ ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে দলীয় সাংগঠনিক পদে রদবদল করল গেরুয়া শিবির। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের একাধিক জেলার সভাপতি পদে পরিবর্তনের তালিকা প্রকাশ করেছেন। হাওড়া সদরে সভাপতি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রমাপ্রসাদ ভট্টাচার্যকে।
গেরুয়া শিবিরের এই নেতা সংঘের সঙ্গেই দীর্ঘদিন ধরে যুক্ত বলেই সূত্রের খবর। পাশাপাশি রাজ্য বিজেপির বস্তি উন্নয়ন সেলের সভাপতি হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন। অপরদিকে হাওড়া গ্রামীনের সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ পাল চৌধুরীকে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তাকে গ্রামীণ হাওড়ার সভাপতির পদে বসানো হয়। রবিবার পুনরায় তাকেই গ্রামীণ হাওড়ার বিজেপির সভাপতি হিসাবেই নিযুক্ত করেছে দল। তিনিও সংঘের সাংগঠনিক ব্যক্তি হিসাবেই দলে পরিচিত। সদরের সভাপতি বদলের পর দলীয় নেতৃত্বের আশা নতুন সদর সভাপতির নেতৃত্বে লোকসভা নির্বাচনে শাসক দলের উপর সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়ে দলের সংগঠন মজবুত করে দলে সাফল্য আসবে।
B