বিজেপির ধর্মীয় মেরুকরণ নিয়ে সরব স্বরা, লড়াইয়ের বার্তা অভিনেত্রীর

- আপডেট : ১৭ মার্চ ২০২৪, রবিবার
- / 6
মুম্বাই, ১৭ মার্চ: রাহুলের ন্যায় যাত্রার প্রশংসা করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর কথায়, দেশের কোনায় কোনায় কোনও নেতাকে পৌঁছাতে দেখিনি। রাহুল গান্ধির কাশ্মীর থেকে কন্যাকুমারী ন্যায় যাত্রা প্রশংসানীয়।স্বরা ভাস্কর বলেন, “অনেক রাজনৈতিক নেতাকে দেখেছি, যারা নিজের ‘মন কি বাত’ শোনাতে ব্যস্ত থাকেন। কেউ মানুষের ‘মন কি বাত’ শোনেন না। রাহুলই দেশের কোনায় কোনায় গিয়ে মানুষের ‘মন কি বাত’ শুনছেন।”
নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন অভিনেত্রী। গেরুয়া শিবিরের ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক উস্কানি নিয়েও মন্তব্য করেন স্বরা ভাস্কর। এদিন তিনি বলেন, “আমরা আগের মত খুব সুন্দর ভারত দেখতে চাই। যেখানে কোনও বিদ্বেষ থাকবে না, মেরুকরণ ও হিংসা থাকবে না। ভগবানের নাম মুখে নিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। এতে ধর্মকে কালিমালিপ্ত করছে তারা (বিজেপি)। এসবের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে।”