হাওড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য নেতৃত্ব

- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 9
আইভি আদক, হাওড়াঃ আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। তারা প্রথমে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আসেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদে নবান্ন অভিযান। বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন ওইদিন নেতারা ছাড়াও সাধারণ মানুষ ওই অভিযানে সামিল হবেন। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ওইদিন সাঁতরাগাছি, হাওড়া ময়দান এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল আসবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ কি ধরনের আচরণ করে সেই অনুযায়ী আমাদের নেতৃত্বও আচরণ করবেন।