২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গিদের গুলিতে রক্তাক্ত, লক্ষ্যে অবিচল থেকে কাশ্মীরে অসম লড়াই চালালো সেনাবাহিনীর কুকুর জুম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসে কুকুরদের বীরত্বের গাঁথা কারুর অজানা নয়। লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে তারা। শেষ মুহূর্তে নিজের দায়িত্বে অবিচল থেকে কোনও গোপন ডেরা থেকে জঙ্গিদের খুঁজে বের করা থেকে শুরু করে সেনার সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে এগিয়ে বীরত্বের নজির গড়েছে প্রশিক্ষিত সারমেয়রা।
সেই বীরত্বের ইতিহাসে লেখা থাকবে অ্যাসল্ট ডগ জুম-কে- কথা।

সোমবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গী ছিল সে। কিন্তু জঙ্গিদের গুলি ঝাঁঝড়া করে দেয় তাকে। রক্তাক্ত অবস্থাতেও নিজের কর্তব্যে দায়িত্ব থেকে এতটুকুও সরে আসেনি সে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় জীবনযুদ্ধে লড়াই করছে জুম।

রবিবার গভীর রাত থেকে শুরু হয় তল্লাশি অভিযান৷ যে ডেরায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সেখানে হানা দেয় অ্যাসল্ট ডগ জুম-কে৷ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘‘জুম উচ্চ প্রশিক্ষিত, ভয়ঙ্কর এবং কাজের প্রতি নিবেদিত সারমেয়৷ লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে পেতে প্রশিক্ষিত ছিল জুম৷’’ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের টঙ্গপাওয়া এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী৷ তাঁদের কাছে খবর ছিল ওই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে৷ এর আগেও দক্ষিণ কাশ্মীরে একাধিক অভিযানে অংশ নিয়েছিল সে।

সোমবার সকালে জঙ্গি অভিযানে জুমকে পাঠায় সেনা। সেনা আধিকারিকরা জানিয়েছেন জঙ্গিদের অস্তিত্ব খুঁজে পেতেই তাদের দিকে তেড়ে যায়। সেই সময় জঙ্গিদের গুলি ছুটে আসে তার দিকে লক্ষ্য করে। রক্তাক্ত হয় জুম। তবে সেই মুহূর্তেও নিজের লক্ষ্য থেকে সরে আসেনি সে। সেনা জানিয়েছে, জুমের দক্ষতার জন্য লস্কর-ই-তৈবার দুজন জঙ্গিকে খতম করা সহজ হয়েছিল। অভিযানের পর ঘটনাস্থল থেকে জুমকে পাঠানো হয়েছে সেনাবাহিনীর পশু চিকিৎসার হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন জুম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জঙ্গিদের গুলিতে রক্তাক্ত, লক্ষ্যে অবিচল থেকে কাশ্মীরে অসম লড়াই চালালো সেনাবাহিনীর কুকুর জুম

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসে কুকুরদের বীরত্বের গাঁথা কারুর অজানা নয়। লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে তারা। শেষ মুহূর্তে নিজের দায়িত্বে অবিচল থেকে কোনও গোপন ডেরা থেকে জঙ্গিদের খুঁজে বের করা থেকে শুরু করে সেনার সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে এগিয়ে বীরত্বের নজির গড়েছে প্রশিক্ষিত সারমেয়রা।
সেই বীরত্বের ইতিহাসে লেখা থাকবে অ্যাসল্ট ডগ জুম-কে- কথা।

সোমবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গী ছিল সে। কিন্তু জঙ্গিদের গুলি ঝাঁঝড়া করে দেয় তাকে। রক্তাক্ত অবস্থাতেও নিজের কর্তব্যে দায়িত্ব থেকে এতটুকুও সরে আসেনি সে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় জীবনযুদ্ধে লড়াই করছে জুম।

রবিবার গভীর রাত থেকে শুরু হয় তল্লাশি অভিযান৷ যে ডেরায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সেখানে হানা দেয় অ্যাসল্ট ডগ জুম-কে৷ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘‘জুম উচ্চ প্রশিক্ষিত, ভয়ঙ্কর এবং কাজের প্রতি নিবেদিত সারমেয়৷ লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে পেতে প্রশিক্ষিত ছিল জুম৷’’ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের টঙ্গপাওয়া এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী৷ তাঁদের কাছে খবর ছিল ওই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে৷ এর আগেও দক্ষিণ কাশ্মীরে একাধিক অভিযানে অংশ নিয়েছিল সে।

সোমবার সকালে জঙ্গি অভিযানে জুমকে পাঠায় সেনা। সেনা আধিকারিকরা জানিয়েছেন জঙ্গিদের অস্তিত্ব খুঁজে পেতেই তাদের দিকে তেড়ে যায়। সেই সময় জঙ্গিদের গুলি ছুটে আসে তার দিকে লক্ষ্য করে। রক্তাক্ত হয় জুম। তবে সেই মুহূর্তেও নিজের লক্ষ্য থেকে সরে আসেনি সে। সেনা জানিয়েছে, জুমের দক্ষতার জন্য লস্কর-ই-তৈবার দুজন জঙ্গিকে খতম করা সহজ হয়েছিল। অভিযানের পর ঘটনাস্থল থেকে জুমকে পাঠানো হয়েছে সেনাবাহিনীর পশু চিকিৎসার হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন জুম।