ফের রক্তপাত কাশ্মীর উপত্যকায়, জঙ্গি হামলায় নিহত ১ জন

- আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: দু’দিনের মাথায় ফের রক্তপাত কাশ্মীর উপত্যকায়। কিছু অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের হাতে খুন হন এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে। বিগত কয়েক বছর ধরেই ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিকদের ওপর নজর ওই দূর্বৃত্তদের। এই ঘটনা নতুন নয়।
উল্লেখ্য, এদিনের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন মহম্মদ আমরেজ নামে এক ব্যক্তি। তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে কাশ্মীরে থাকতেন বলেই খবর।
ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এমনকি কড়া নিরাপত্তা মোতায়েনও করা হয়েছে।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, বান্দিপোরের সোয়াদনারা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দে বাইরে বেরোতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জঙ্গিরা।সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে কাশ্মীর জ়োন পুলিশের পক্ষ থেকেও টুইট করা হয়। জানানো হয়, মধ্যরাতে জঙ্গিরা আচমকা এক শ্রমিকের ওপর হামলা চালায়। ওই শ্রমিক বিহারের বেসারহের মাধেপুরার বাসিন্দা বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজৌরির কাছে সেনাবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলায় তিন জওয়ান-এর প্রাণ গিয়েছিল। ৪৮ ঘণ্টা অতিক্রম করার আগেই ফের রক্তপাত।