রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 76
রায়পুর, ২০ মার্চ: কেন্দ্রীয় সরকার ভারতের মাটি থেকে মাওবাদীদের নির্মূল করতে ঘোষিত কর্মসূচি নিয়েছে। এ সংক্রান্ত ঘোষণাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী একের পর এক অভিযান চালাচ্ছে। তবে এই অভিযানগুলি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, মাওবাদী নির্মূল করার নামে কেন্দ্রীয় সরকার নিরীহ আদিবাসীদের হত্যা করছে। যদিও এই অভিযোগে কর্ণপাত করতে নারাজ কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: RATION CARD-ধারীদের অনেকেই অযোগ্য: SUPREME COURT
বৃহস্পতিবার ছত্তীশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ফের সাফল্য লাভ করেছে বলে বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি দাবি করেছেন। পুলিশকর্তার দাবি, এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে দক্ষিণ ছত্তীশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া এবং বীজাপুর সীমান্তের জঙ্গলে মাওবাদীদের গুলির লড়াইয়ে ২২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজ্যসভায় এপিক ইস্যুতে আলোচনার দাবি তৃণমূলের, ‘ভাল প্রস্তাব’ বললেন ধনখড়
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে ছত্তীশগড়ের (Chhattisgarh) বীজাপুর জেলায় গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে মাওবাদীরা জমায়েত হয়েছে। গোপন সূত্রে পাওয়া ওই খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযানে নামলে এদিন সকাল সাতটা থেকে শুরু হয় উভয়পক্ষের গুলির লড়াই। বেলার দিকে পুলিশকর্তারা জানান, ২২ জন মাওবাদী নিহত হয়েছে। এছাড়া বীজাপুর জেলা রিজার্ভ ফোর্সের এক জওয়ানের লড়াইয়ে মৃত্যু হয়েছে।