পুবের কলম প্রতিবেদকঃ প্রচন্ড দাবদাহের কারণে প্রতি বছর গরমের ছুটি বাড়ানো হয়। এবার আগাম গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিক স্তরে গরমের ছুটির মেয়াদ কমানো হলেও, মাধ্যমিক স্তরে গ্রীষ্ম অবকাশ তুলনামূলক দীর্ঘ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী ২০২৫ সালে গরমের ছুটি থাকবে ১১ দিন।
আরও পড়ুন: পড়ুয়াদের ‘হেনস্থা’ করছে পুলিশ, যাদবপুর নিয়ে ফের মামলা হাইকোর্টে
এর আগের বছর, মানে ২০২৪ সালে গরমের ছুটির দেওয়া হয়েছিল ১০ দিন। খাতায় কলমের হিসেবে এ বছর গরমের ছুটি এক দিন বেশি দেওয়া হবে। যদিও ছুটির দিন আরও বাড়তেও পারে। কারণ বিগত কয়েক বছর যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবারেও যে তেমনটা হবে না সেটা আপাতত জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত ২০২৫ সালে খাতায় কলমে গরমের ছুটি ১১ দিন। জানা যাচ্ছে যে এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হতে পারে এবং চলবে ২৩ মে পর্যন্ত। গরমের ছুটির ছাড়াও অন্যান্য মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।