পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে উদ্ধার ২ ছাত্রের মৃতদেহ। মৃতরা হলেন ২০ বছরের ধ্রুবজ্যোতি সাহু ও ১৯ বছর বয়সী ভিগ্নেশ গুন্দারাম শঙ্কর। ধ্রুবজ্যোতি তেলঙ্গানার বাসিন্দা এবং ভিগ্নেশ বেঙ্গালুরুর বাসিন্দা। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে ধ্রুবজ্যোতির দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার ভোরে ক্যাম্পাসের মেন গেটের মৃত অবস্থায় ভিগ্নেশের দেহ উদ্ধার হয়। দু’জনেই হরিয়ানার সোনিপত জেলার রাইয়ের অশোকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তাদের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
Read More: অন্ধকার কাটল রাষ্ট্রীয় সংস্থার, ২৬২ কোটির লক্ষীলাভ বিএসএনএল-এর
পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার বাসিন্দা ধ্রুবজ্যোতি হস্টেলের এগারো তলায় থাকতেন। সে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান। তার ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, শনিবার রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে থেকে বেঙ্গালুরুর বাসিন্দা ভিগ্নেশের দেহ উদ্ধার হয়। পুলিশ মনে করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।