BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

মর্মান্তিক, বেঙ্গালুরুতে একই পরিবারের ৪ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

Kibria Ansary
  • শেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বেঙ্গালুরু, ১৭ ফেব্রুয়ারি: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। সাতসকালে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত মৃতদেহ। সোমবার কর্নাটকের মাইসুর বিশ্বেশ্বরায় নগর এলাকায় একটি বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃতরা হলেন প্রিয়ম্বদা (৬২), চেতন (৪৫), রূপালী (৪৩), কুশল (১৫)। প্রিয়ম্বদার ছেলে চেতন এবং বৌমা রূপালী। চেতনের পনেরো বছর বয়সী ছেলে কুশল। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সূত্রের খবর, মৃত্যুর আগে ভোর চারটে নাগাদ আমেরিকায় কর্মরত নিজের ভাই ভারতকে ফোন করেন চেতন। ফোন করে চেতন ভাইকে বলেন, ‘আমরা  আত্মহত্যা করতে চলেছি।’ একথা বলেই ফোন কেটে দেন চেতন। দাদার ওই ফোন কলে ভয় পেয়ে যান ভারত। সঙ্গে সঙ্গেই চেতনের শ্বশুরবাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন ভারত। এই ফোন পাওয়ার পরই জামাইয়ের বাড়ি ছুটে যান শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু, সময়ের আগে পৌঁছতে পারেননি তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন চেতন-সহ গোটা পরিবারের মৃত্যু হয়েছে। এরপরই পুলিশ খবর দেওয়া হলে তারা গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাইসুরের বিদ্যারণ্যপুরম থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান,  চেতন আত্মঘাতী হওয়ার আগে পরিবারের অন্য সদস্যদের বিষ খাইয়ে দেন। তবে কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি? সেই উত্তর এখনও অধরা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder