কিয়েভ থেকে উদ্ধার ৯০০ বেসামরিক নাগরিকের দেহ

- আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক : ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনারা সরে গেছেন এক সপ্তাহের বেশি সময় আগে। তবে এখনও কিয়েভের আশপাশের বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধারের কথা বলছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শহরটির পুলিশ প্রধানের দাবি, এখন পর্যন্ত ৯০০ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এমনটাই খবর বিবিসির।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের মূল কেন্দ্রস্থল এখন দেশটির পূর্বাঞ্চল। রুশ বাহিনী এখন সেখানেই মনোযোগ দিচ্ছে। ইউক্রেনের সেনারা কিয়েভ থেকে সরে যাওয়ার পর এর বিভিন্ন এলাকার রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান আন্দ্রিই নেভিতোভ এক সংবাদ সম্মেলনে বলেন, এখনো কিয়েভের বিভিন্ন জায়গা থেকে বেসামরিক নাগরিকদের লাশ উদ্ধার করা হচ্ছে। আন্দ্রিই নেভিতোভ বলেন দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আমরা ৯০০ বেসামরিকের মরদেহ উদ্ধার করেছি। লাশগুলো ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।