ভাঙড়ে সিপিএম নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, গ্রেফতার

- আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 4
পুবের কলম প্রতিবেদক, দক্ষিণ ২৪ পরগনা: সিপিএম নেতার বাড়ি থেকে ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড়ের শাকশহর এলাকায় সোমবার রাতে তাজউদ্দিন মল্লিক নামে এক সিপিএম নেতার বাড়ি থেকে পুলিশ ৫টি বোমা উদ্ধার করে।
গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা খবর, সোমবার রাতে আচমকা পুলিশ ভাঙড়ের শাকশহর এলাকায় বোমা মজুত হওয়ার খবর পায়। সেই মোতাবেক পুলিশ শাকশহর এলাকায় অভিযান চালায়। ওই এলাকাতেই বাড়ি সিপিএম নেতা তাজউদ্দিন মল্লিকের। তার বাড়ি থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে।
পুলিশের বক্তব্য, সিপিএম নেতার কথায় অসঙ্গতি ছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে বারুইপুর আদালতে পেশ করা হয় তাকে।
এদিকে, সিপিএম নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এলাকার সিপিএম নেতা উৎপল মণ্ডল দাবি করেন, তাদের কর্মীদের মনোবল ভেঙে দিতে চক্রান্ত করে এসব করা হচ্ছে।
এই বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতা বাহারুল ইসলাম বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে এলাকা অশান্ত করতেই বোমা মজুত করছে সিপিএম।
এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই সব চলছে। পুলিশ তাকে গ্রেফতার না করলে এলাকায় বড় সন্ত্রাসের আশঙ্কা ছিল। সিপিএম এলাকায় বোমা-বন্দুকের রাজনীতি করে।’