১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ব্রেকিং: বন্যা আর দাবানলে বিপর্যস্ত কানাডা, জারি জরুরি অবস্থা

ইমামা খাতুন
- আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: এক দিকে বন্যা, অন্যদিকে দাবানল। এহেন অবস্থায় জর্জরিত কানাডাবাসী। দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমের রাজ্য অ্যালবার্টা । ২৪ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত। এই পরিস্থিতিতে শনিবার থেকেই অ্যালবার্টায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে এক লক্ষ ২২ হাজার হেক্টর (৩০১,০০০ একর) জমি পুড়ে গেছে। অনেক এলাকায় প্রবল বাতাসের ধাক্কায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বর্তমানে গোটা দেশজুড়ে ১১০টি জায়গায় দাবানল হচ্ছে। এর মধ্যে ৩৬টি দাবানলই নিয়ন্ত্রণের বাইরে। ফলে দমকলকর্মীদের পড়তে হয়েছে বড় চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা। প্রায় ২০টি বাড়ি ও স্থানীয় থানা পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে।
একদিকে দাবানল অন্যদিকে দ্রুত বরফ গলার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যার মুখে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দারা। নদীর পার উপচে জল ঢুকে গিয়েছে ক্র্যাশ ক্রিক এবং গ্র্যান্ড ফর্কের বহু বাড়িতে। তারমধ্যে গভীর বৃষ্টির পূর্বাভাষ বন্যার আশঙ্কা আরও প্রখর করে দিচ্ছে। যার জেরে সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াবে বলে অনুমান করছে স্থানীয় আবহাওয়াবিদরা।