ব্রেকিং: হিংসার আগুনে জ্বলছে মণিপুর, স্থগিত নিট ইউজি-২০২৩ পরীক্ষা
ইমামা খাতুন
- আপডেট :
৭ মে ২০২৩, রবিবার
- / 20
পুবের কলম,ওয়েবডেস্ক: জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তবে অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০০ পার করেছে। হাসপাতালে জমছে মৃতদেহ। আহত ও নিহতদের সংখ্যা এখনও পর্যন্ত যাচাই করে উঠতে পারেনি স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতিতে মণিপুরে নিট ইউজি-২০২৩ এর পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে তারা। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি রাজ্যগুলিতে আগামীকাল পরীক্ষা হবে।
সংবাদ সূত্রে খবর, কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষার দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে।
তিনি চিঠিতে আপাতত মণিপুরের নিট ইউজি-২০২৩ পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানান। তাঁর সেই আবেদনের প্রেক্ষিতেই মণিপুরের যে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিট ইউজি-২০২৩ পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল এনটিএ।
বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং বলেন, “মণিপুরে দুটি কেন্দ্রে ৮৭৫১ জন প্রার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। মণিপুরে বর্তমান পরিস্থিতির জেরে ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়ারা নিট ইউজি-২০২৩ পরীক্ষায় বসতে পারছে না। তাই আমি এনটিএকে রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে দিন পরিবর্তন বা স্থগিত রাখার অনুরোধ করেছিলাম। এনটিএ মণিপুরের কেন্দ্রগুলিতে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।