BREAKING: সিকিমে ভয়াবহ ধস, বিপাকে পর্যটকরা

- আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার
- / 6
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের ধস সিকিমে। রবিবার সকালে ভূমিধস নামে পূর্ব সিকিমের ডিকচু জ্যাং-এ। ভূমিধসের জেরে গ্যাংটক-মঙ্গন রোডে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা পাওয়া যায়নি।
পুলিশ-প্রশাসনের তরফে ইতিমধ্যেই রাস্তা থেকে পাথর সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে পূর্ব সিকিমের সোকপেয় ডিকচু-রকডং রোডের উপরে ধস নামে। পাহাড় থেকে আচমকাই বড় বড় পাথর গড়িয়ে পড়তে থাকে। সঙ্গে মাটিতেও ধস নামে। ওই সময় রাস্তায় বিশেষ যান চলাচল না হওয়ায়, বড় কোনও বিপত্তি বা দুর্ঘটনা ঘটেনি। তবে ধসের জেরে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর। জানা গিয়েছে, যে গ্রামে ধস নেমেছে, তা তিস্তা স্টেজ-৫ এনএইচপিসি বাঁধের ঠিক উপরেই অবস্থিত।