নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের আদেশ ব্রিটিশ হাইকোর্টের

- আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্কঃ পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির আবেদন খারিজ করেছে লন্ডন হাইকোর্ট। পিএনবি-র ঋণ কেলেঙ্কারি মামলায় আনুমানিক ২০০ কোটি মার্কিন ডলার জালিয়াতি করে চম্পট দেন এই মোদি। বুধবার তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট। এমনটাই জানা গিয়েছে।
ভারতে ফিরলে সঠিক বিচার পাবেন না, এই অভিযোগ তুলে দেশে ফিরতে চাইছিলেন গুজরাতের ঋণ খেলাপি এই পলাতক হিরে ব্যবসায়ী। আদলতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি জেরেমি স্টুয়ার্ড স্মিথ এবং বিচারপতি রবার্ট জে -র ডিভিশন বেঞ্চ নীরবের আবদেন খারিজ করে দেন। এর ফলে আইনি ক্ষেত্রে রীতিমতো বড় ধাক্কা খেলেন গুজরাতের ব্যবসায়ী মোদি।
গুজরাত বিধানসভা নির্বাচনের আগে- পলাতক এই গুজরাতি ব্যবসায়ীর ভারতে ফেরানোর ব্রিটিশ নির্দেশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। দেশে এখনও পর্যন্ত নীরব মোদির প্রায় দু’হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মাস দুয়েক আগেই হংকংয়ে তাঁর প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, এই নির্দেশ পাওয়ার পরই নীরব মোদিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। এই পলাতক অভিযুক্তকে ১৩, ৫০০ কোটি টাকার পিএনবি জালিয়াতির মামলায় অভিযুক্ত করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে নীরব মোদির নিয়ন্ত্রিত সংস্থাগুলো প্রতারণামূলক চিঠিপত্রের সাহায্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে লাভবান হয়েছিল।
নীরব মোদি বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে তার প্রত্যর্পণের জন্য জেলা জজ স্যাম গুজির ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছিলেন। ৫১ বছর বয়সী নীরব মোদির আইনজীবী বলেছেন, মানসিক স্বাস্থ্যের কারণে ভারতে ফিরতে চাইছেন না তিনি।