জঙ্গি হানার আশঙ্কা বিএসএফ-এর, ভারতে অনুপ্রবেশের জন্য লুকিয়ে ১৩৫ সন্ত্রাসবাদী

- আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত দিবস উপলক্ষে দেশজুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট। যা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। এদিকে এই পরিস্থিতি কাশ্মীরে ফের জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ করেছে বিএসএফ।
জঙ্গি কার্যকলাপে প্রায় প্রতিদিনই উত্তপ্ত থাকে কাশ্মীর। সূত্রের খবর, বেআইনি অনুপ্রবেশের জন্য শীতকালকে বেছে নেয় জঙ্গিরা। সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চ প্যাডে ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করে রয়েছে ১৩৫ জন জঙ্গি। তবে নিরাপত্তাবাহিনীর তৎপরতায় জঙ্গিদের এই পরিকল্পনা ভেস্তে গেছে।
বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইন্সপেক্টর জেনারেল (আইজি) রাজা বাবু সিং সোমবার বলেছেন, প্রায় ১০৪ থেকে ১৩৫ জন জঙ্গি নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ভারতীয় অংশে ঢুকে পড়ার জন্য প্রস্তুত।
আইজি বিএসএফ বলেছেন যে গত বছর যুদ্ধবিরতি চুক্তির পরে, কাশ্মীর এলওসি-তে সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা যায় যে ১০৪ থেকে ১৩৫ জঙ্গি এই দিকে লুকিয়ে থাকতে প্রস্তুত রয়েছে। জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ড্রোন মোকাবিলাতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।