পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেদিন শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর এক সপ্তাহ অতিবাহিত হয়নি। নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। এদিন বিকেলে আচমকাই নবান্নে এসে উপস্থিত হন সৌরভ। তখন নবান্নের ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। কিন্তু সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে উভয় পক্ষই কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।তবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন সন্ধ্যে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি।
তবে সূত্র মারফত যতদূর জানা যাচ্ছে, উভয়ের মধ্যে শালবনিতে দেওয়া জমি নিয়েই কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে এক টাকা দিয়ে নয় ১০০ কোটি টাকা দিয়ে শালবনীর ৩৫০ একর জমি কিনেছেন তিনি। কোন লিজ নয়। এক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এই জমি কেনা হয়েছে।
প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে সেটি নিয়েই আদালতে গিয়েছে প্রয়াগ গ্রুপ। এই জমি আগে তাদেরই ছিল। জানা গিয়েছে টেন্ডারের মাধ্যমে এই জমি কুড়ি লাখ টাকায় একর হিসাবে কিনেছেন মহারাজ। প্রসঙ্গত প্রয়াগ যে মামলা করেছে তার পরবর্তী শুনানি রয়েছে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। মনে করা হচ্ছে সেই শুনানির আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারলেন সৌরভ। যদিও যেটুকু শোনা যাচ্ছে সবটাই সূত্রের খবর। এই বৈঠক নিয়ে একটি শব্দ ও খরচ করেনি কোন পক্ষ। ফলে এর সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে আদালতের শুনানির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।