মুম্বইয়ে যোগ দিলেন বুমরাহ

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 19
পুবের কলম ওয়েবডেস্ক: চোট কাটিয়ে ফিরে এলেন ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরাহ। রবিবারই তিনি মুম্বই ইন্ডিয়ন্স শিবিরে যোগ দিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই বুমরাহর ফেরা নিয়ে আলোচনা চলছিল। শনিবারই জানা গিয়েছিল বুমরাহ ফিরছেন রবিবারেই। সেই মতো তিনি এদিন মুম্বই শিবিরে যোগও দিয়েছেন। তবে এখনই তিনি কোনও ম্যাচে নামছেন না। সোমবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। তবে সেই ম্যাচে নামছেন না বুমরাহ।
কারণ তাঁকে কয়েকটা দিন অনুশীলনে পর্যবেক্ষণ করবেন মুম্বই ইন্ডিয়ন্স ও জাতীয় দলের চিকিৎসকরা। যদিও ভারতের এই জোরে বোলার বল করছেন তাঁর স্বাভাবিক ছন্দে । বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে তাঁর বোলিংয়ে নিজস্ব ছন্দে দেখা গিয়েছে। আর সে কারণেই বিসিসিআই বুমরাহকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এখনই পুরো দমে মাঠে না নামলেও ১৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলা কথা।