চোটের কারণে এশিয়া কাপেও অনিশ্চিত বুমরাহ

- আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক : চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের কারণে তিনি ঘরের মাঠে চলতে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই। এমনকি তাকে দেখতে পাওয়া যাবে না সামনের আইপিএলেও। এখন শোনা যাচ্ছে, অপারেশনের টেবিল থেকে ঘুরে আসা হলেও, বুমরাহকে ভারত পাবে সামনের এশিয়া কাপের দলেও।কারণ, পুরোপুরি ফিট হতে ভারতের এই স্পিডস্টারের নাকি অনেকটা সময় লেগে যাবে।
অস্ট্রেলিয়ায় আয়োজিত হওয়া শেষ টি-২০ বিশ্বকাপের পরপরই চোটের কারণে দলের বাইরে ছিটকে পড়েন বুমরাহ।তারপর থেকে বুমরাহ’র সেরে ওঠার খবর সামনে এলেও, বাস্তবে তা সম্ভব হয়নি। ক’দিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক হাসপাতালে বুমরাহর অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও বুমরাহর সুস্থ হতে অনন্ত ছয় মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে দ্রুতই মাঠে ফেরাতে চাইছে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে বুমরাহকে পেতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।তবে তার চিকিৎসকরা জানাচ্ছেন, বুমরাহর ক্রিকেটে ফিরতে ঢের সময় লাগবে। তবে বিসিসিআই কিন্তু বুমরাহর অনন্ত ৬ মাস মাঠের বাইরে থাকার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আর শেষ পর্যন্ত বুমরাহকে না পাওয়া গেলে বিশ্বকাপের পাশাপাশি এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপেও তাকে ছাড়া ময়দানে নামতে হবে রোহিত শর্মাদের।