উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর : এবারে গঙ্গাসাগরে আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছিল বঙ্কো এবং ম্যাক্সি নামে দুটি সারমেয়। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্য স্নানের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু তীর্থযাত্রীরা। দেশে মহা কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। প্রতি বছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এলাকায় মোক্ষলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ছুটে আসে।তীর্থ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছিলো রাজ্য প্রশাসন। স্থলভাগে প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। তেমনি আকাশপথে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। জলপথে ওভারক্যাপ, স্পিডবোট এবং লাইভ বোর্ডের মাধ্যমে নজরদারি চালানো হয়।জলভাগের নিরাপত্তার দায়িত্বভার নিয়েছিলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় নৌ বাহিনী। এ বছর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দুটি প্রশিক্ষণ প্রাপ্ত সারমেয়কে নিয়ে আসা হয়ে ছিল। ২৪ ঘন্টা গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে টহল দিয়ে নজরদারি করে বস্কো ও ম্যাক্সি নামে দুই সারমেয়।তাঁরা জলপথে নজরদারি চালায়।এর পাশাপাশি এইগঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও তীর্থ যাত্রীরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে বাড়ি ফিরতে পারেন তাঁর জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছিলো প্রশাসন। প্রত্যেক বছরই গঙ্গা সাগরে আসেন লক্ষ লক্ষ
পুণ্যার্থী। তাদের এই নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল।