বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন, ঝলসে মৃত্যু এক করোনা রোগীর
- আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে ঝলসে মৃত্যু হল এক করোনা রোগীর। বাকি রোগী দের নিরাপদ স্থানে সরানো হয়েছে। আপাতত নিয়ন্ত্রণে আগুন।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রাধারাণী ওয়ার্ডের ৬ নং ব্লকে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়দের দাবি ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে ওই ওয়ার্ডটিতে। কমবেশি ২০ থেকে ২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ওই ওয়ার্ডে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দাউদাউ করে আগুন জ্বলতে থাকলেও হাসপাতালের কোনও কর্মী প্রথমে তা বুঝতে পারেনি। অন্য একজনের তীব্র চিৎকারে হুঁশ ফেরে। অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। তবে ততক্ষণে আগুনে ঝলসে যান এক করোনা রোগী।
জানা যাচ্ছে সন্ধ্যা মন্ডল নামে এক ৬০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বর্ধমান জেলারই গলসিতে। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য।