খেরিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮, আশঙ্কাজনক আরও ২৫

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে লখিমপুর খেরিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৮ জনের। আহত কমপক্ষে ২৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বাসটি প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বুধবার সারদা নদীর ওপরে সেতুতে সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস লখনউের দিকে যাচ্ছিল। যাত্রাপথে লখিমপুর খেরির কাছে হয় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, বাসটি ধাউরেহরা থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছেন অন্তত ৮ জন। আহত হয়েছেন প্রায় ২৫ জনের বেশি যাত্রী। আহতদের তড়িঘড়ি স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লখিমপুর খেরির অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, আহতদের কয়েকজনকে লখনউতে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা হাসপাতালে যান অতিরিক্ত জেলা শাসক ও সার্কেল অফিসার। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বর্ষীয়ান কর্মকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটে বলা হয়েছে, ‘লখিমপুর খেরি জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহারাজ জি বর্ষীয়ান কর্মকর্তাদের তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে উদ্ধার অভিযান এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলেছেন।’
টুইটে আরও বলা হয়েছে, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।’ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে, মহারাজ জি (যোগী) আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।