উত্তরপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ৬, আহত ১৫ জন
- আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা যোগী রাজ্যে। উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বাহরাইচ জেলার তাপ্পে সিপাহ এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি জয়পুর থেকে যাত্রা শুরু করেছিল। আহত যাত্রীরা জানিয়েছেন, বাসটি লখনউ থেকে আসছিল ও ট্রাকটি বাহরাইচ থেকে আসছিল।
স্টেশন হাউস অফিসার রাজেশ সিং জানিয়েছেন, বাহরাইচ জেলার তাপ্পে সিপাহ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত হয়েছেন ১৫ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহরাইচের জেলাশাসক বলেছেন, আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। কী কারণে যদি দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুল দিক থেকে আসার পর ট্রাকটি বাসের সঙ্গে ধাক্কা মারে।