৩০ অক্টোবর চার আসনে উপ নির্বাচন, জেনে নিন অভিষেকের সম্পূর্ণ প্রচারসূচী
- আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ৩০ অক্টোবর খড়দহ,গোসাবা, দিনহাটা এবং শান্তিপুর আসনে উপনির্বাচন। এর আগে সম্পন্ন হয়েছে ভবানীপুর, সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনের উপনির্বাচন ( By election) ।
লক্ষীপুজোর পর এই বাকি চার আসনের উপনির্বাচনের প্রচারসূচী চূড়ান্ত তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
লক্ষীপুজোর পর থেকেই প্রচার শুরু করার কথা অভিষেকের।খড়দহ, শান্তিপুর,গোসাবা এবং দিনহাটাতে আগামী ২৩ অক্টোবর থেকে প্রচার শুরু করবেন তিনি।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamta Banerjee) নির্দেশে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোন প্রচার কর্মসূচী রাখা হয়নি। ২০ অক্টোবর লক্ষীপুজো, তাই ২৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে প্রচার। সূত্রের খবর ২৩ অক্টোবর খড়দহ এবং গোসাবা। ২৫ অক্টোবর দিনহাটায় প্রচার সারবেন অভিষেক। ২৬ অক্টোবর শান্তিপুরে প্রচার করবেন তিনি।
খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন কাজল সিনহা, করোনায় তাঁর মৃত্যু হয়। তবে ফল প্রকাশের পর দেখা যায় তিনি জয়ী হয়েছেন। এই আসনে অনুষ্ঠিত হতে চলেছে উপ নির্বাচন।
বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান দক্ষিণ ২৪ পরগণার গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক বিধায়ক হিসেবে জয়যুক্ত হলেও তাঁরা সাংসদ পদ ছাড়তে চাননি। তাই এই আসন গুলিতেও হচ্ছে উপনির্বাচন।
আপাতত শাসক দল তৃণমূলের মোট বিধায়ক সংখ্যা হল ২১৩। এই চার আসনে জিতে নিজেদের বিধায়ক সংখ্যা আরও বাড়াতে পারে কিনা তৃণমূল এখন সেটাই দেখার।