পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হলেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন তিনি। শুধু তাই নয়, ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন মার্ক।
রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু সম্প্রতি তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এমন সময়ই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে ১ লক্ষ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়েছিলেন মার্ক কার্নি । মোট ভোটের প্রায় ৮৫.৯ শতাংশ এটা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট, কারিনা গোল্ড পেয়েছেন ৪ হাজার ৭৮৫ ভোট এবং ফ্রাঙ্ক বেলিস পেয়েছেন ৪ হাজার ৩৮ ভোট।