পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যানসারের ভ্যাকসিন নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসতে চলেছে ক্যানসারের ভ্যাকসিন। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি বলেছেন, “ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। বর্তমানে ট্রায়াল চলছে। শুধু মেয়েদের জন্য আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে ক্যানসারের ভ্যাকসিন মিলবে। স্তন, মুখমণ্ডল এবং গ্রীবার ক্যানসারকে নিয়ন্ত্রণ করবে এই ভ্যাকসিন। নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে।” দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার বলেও জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।