ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন, উদ্ধার বোমা ও গুলির খোল

- আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যানিংয়ের তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন। ঘটনায় কোনও পুরনো শত্রুতার জের সামনে এসেছে। বারুইপুর থানার পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা সেই নিয়ে এখনই স্পষ্টভাবে কোনও কিছু জানায়নি পুলিশ। প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতাকে গুলিকে করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। পালানোর সময় তার দুই সঙ্গীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পিয়ার পার্কের কাছে এই ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিবেশ সহ আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এলাকা থেকে বোমা ও তিনটি গুলির খোল উদ্ধার হয়েছে।