১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় ৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ

মাসুদ আলি
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্ক :  বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল একটি পণ্যবাহী জাহাজ। এই জাহাজটিতে ছিল পোরসে, অডি ও ল্যাম্বরগিনির মতো দামি ব্র্যান্ডের কয়েক হাজার গাড়ি। বুধবার পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কাছে ফোক্সওয়াগেন গ্রুপের এসব গাড়ি বহনকারী জাহাজটিতে আগুন লাগে। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পণ্য বহনকারী এই জাহাজের নাম দ্য ফেলিসিটি এইস। জাহাজটিতে মোট ৩ হাজার ৯৬৫টি গাড়ি ছিল। আগুন লাগার সময় জাহাজটি আজোরেস দ্বীপপুঞ্জ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বুধবার পর্তুগিজ মেরিটাইম অথরিটি তাদের ওয়েবসাইটে একটি ছবি শেয়ার করে। ছবিতে জাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

দেশের নৌবাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আগুন এখনও জ্বলছে, তবে নিয়ন্ত্রণে। জাহাজটিতে থাকা ২২ ত্রু«কে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে।পোরসের মুখপাত্র লুক ভান্দেজান্দে জানান, আগুন লাগার সময় জাহাজটিতে তাদের প্রায় ১ হাজার ১০০টি গাড়ি ছিল। ত্রু« মেম্বারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

ক্যাপ্টেন জোয়াও মেন্ডেস ক্যাবেকাস রয়টার্সকে জানান, যে এখনও পর্যন্ত কোনও তেল লিক করার কোনও খবর পাওয়া যায়নি। তবে জাহাজটি আটলান্টিকের তলদেশে থাকাকালীন জ্বালানি ট্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কথা জানান ক্যাপ্টেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রায় ৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক :  বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল একটি পণ্যবাহী জাহাজ। এই জাহাজটিতে ছিল পোরসে, অডি ও ল্যাম্বরগিনির মতো দামি ব্র্যান্ডের কয়েক হাজার গাড়ি। বুধবার পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কাছে ফোক্সওয়াগেন গ্রুপের এসব গাড়ি বহনকারী জাহাজটিতে আগুন লাগে। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পণ্য বহনকারী এই জাহাজের নাম দ্য ফেলিসিটি এইস। জাহাজটিতে মোট ৩ হাজার ৯৬৫টি গাড়ি ছিল। আগুন লাগার সময় জাহাজটি আজোরেস দ্বীপপুঞ্জ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বুধবার পর্তুগিজ মেরিটাইম অথরিটি তাদের ওয়েবসাইটে একটি ছবি শেয়ার করে। ছবিতে জাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

দেশের নৌবাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আগুন এখনও জ্বলছে, তবে নিয়ন্ত্রণে। জাহাজটিতে থাকা ২২ ত্রু«কে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে।পোরসের মুখপাত্র লুক ভান্দেজান্দে জানান, আগুন লাগার সময় জাহাজটিতে তাদের প্রায় ১ হাজার ১০০টি গাড়ি ছিল। ত্রু« মেম্বারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

ক্যাপ্টেন জোয়াও মেন্ডেস ক্যাবেকাস রয়টার্সকে জানান, যে এখনও পর্যন্ত কোনও তেল লিক করার কোনও খবর পাওয়া যায়নি। তবে জাহাজটি আটলান্টিকের তলদেশে থাকাকালীন জ্বালানি ট্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কথা জানান ক্যাপ্টেন।