BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক:  ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। পাচ্ছেন না ন্যায্য মূল্য। সবজির সঠিক মূল্য না পেয়ে  বিঘার পর বিঘা জমিতে ট্যাক্টর চালিয়ে ফসল নষ্ট করছেন হতাশ কৃষকরা। যোগী নেতৃত্বাধীন  উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা। বলা বাহুল্য, চলতি বছর বিপুল পরিমাণ ফলন হয়েছে ফুলকপির। আর বাজারে চাহিদার তুলনায় জোগান বেশি থাকার জন্য সঠিক মূল্য পাচ্ছেন না চাষীরা। ফলে বাধ্য হয়েই সবজি মণ্ডিতে  জলের দরে বিক্রি করতে হচ্ছে ফুলকপি।

 

ঘটনাপ্রসঙ্গে, লাল সিংহ সাইনি নামে  এক কৃষক জানান, ফুলকপি এবং বাঁধাকপি চাষের জন্য বিঘা প্রতি ৮-১০ হাজার টাকা খরচ করতে হয়েছে। পাইকারি বাজারে প্রথম দিকে ঠিক দামেই বিক্রি হচ্ছিল কপি।  তবে সমস্যা শুরু হয় জানুয়ারি মাসের পর থেকে। বাজারে জোগান বেশি হওয়ায় দাম পড়ে যায়। আর বাজারে সঠিক মূল্য না পাওয়ায় ফসল বিক্রি করতে বিমুখ হচ্ছেন চাষিরা। উৎপাদন বেশি হওয়ায় তাই শেষমেশ সেই ফসল নষ্ট করে ফেলছেন। অতিফলনের জেরে বিভিন্ন শহরের এখন এটাই ছবি। পাইকারি বাজারের অবস্থা আরও শোচনীয়।কৃষকদের আক্ষেপ খেতের টাটকা নিয়ে সাতসকালে হাজির হয়েও লাভ হচ্ছে না।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder