উলুবেড়িয়া বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্ত, রাজ্যের আর্জিতে আজ শুনানি ডিভিশন বেঞ্চে?

- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 3
পারিজাত মোল্লা: চলতি পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার।কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে । আজ অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা। পঞ্চায়েত নির্বাচন ঘিরে একের পর এক মামলা দাখিল হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন তথা রাজ্য সরকার বেকায়দায় পড়ছে।ঠিক এইরকম পরিস্থিতিতে গত বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এক নজিরবিহীন নির্দেশ জারি হয়েছে ।
মনোনয়নপত্রে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে তদন্তভার তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের এক আধিকারিকের বিরুদ্ধে। এক বিডিওর বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলের দুই প্রার্থী।
সেই মামলায় গত বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ সংক্রান্ত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।চলতি পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিশেষ মামলায় গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন। এক বিডিও-র বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগের একটি নির্দিষ্ট মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন তিনি।আদালত সুত্রে প্রকাশ, অভিযুক্ত উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের বিডিও।
আগামী ৭ জুলাই অর্থাত্ পঞ্চায়েত নির্বাচনের ঠিক এক দিন আগেই তদন্তের রিপোর্ট পেশ করবে সিবিআই। এই মামলা প্রসঙ্গে বিচারপতি সিনহার তাত্পর্যপূর্ণ মন্তব্য, -‘যেখানে রাজ্যের নির্বাচনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে সরকারি আধিকারিকের বিরুদ্ধেই, সেখানে কোনও ভাবেই পুলিশ কিংবা সিআইডি দিয়ে তদন্ত করানো যাবে না’। এর তদন্তভার সিবিআই-এর হাতে দেন তিনি।পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন উলুবেড়িয়ার কাশ্মীরা বিবি ও ওমজা বিবি। তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমাও দিয়ে দেন। অভিযোগ, স্ক্রুটিনির পর দেখা যায়, তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে।
এরপর তাঁরা উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও-র কাছে অভিযোগ করেন। মামলাকারীদের অভিযোগ, -‘এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর পরও কোনও কাজ হয়নি। সময়ের মধ্যে দুজন প্রার্থী কাস্ট সার্টিফিকেট জমা করলেও রেজিস্টারে নথিভুক্ত করেননি বিডিও’।অতীতে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও মামলায় সিবিআই তদন্তের নির্দেশের নির্দশন সে অর্থে নেই। এবারের ভোটে মনোনয়ন পর্বের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এত হিংসা, খুন, অশান্তির অভিযোগ এসেছে, তাতে বিরক্ত কলকাতা হাইকোর্ট । গত বুধবার অন্য একটি মামলায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি সিনহা বলেন, “এত হিংসা হলে নির্বাচন বন্ধ করে দিন।” আদালতের ভর্ত্সনার মুখে পড়ে রাজ্য ও নির্বাচন কমিশন।আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হতে পারে ডিভিশন বেঞ্চে।