BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

সিবিআই আমাকে ফাঁসাচ্ছে, যাতে কৃতকর্ম ফাঁস না হয়ে যায়ঃ ইডি আধিকারিক

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি:  সিবিআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ইডি আধিকারিক বিশাল দীপ। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কথিত অবৈধ কাজের তদন্ত করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে। ওই মামলা আগাম জামিনের আবেদন করেছেন চণ্ডীগড় সিবিআই আদালতে।

 

আগাম জামিনের আবেদনে বিশাল দাবি করেছেন, তাঁকে দুর্নীতির মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিশাল দাবি করেছেন, সিবিআইয়ের ঊর্ধ্বতন আধিকারিক এবং অভিযোগকারীদের বাঁচাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা নিজেরাই দুর্নীতিতে জড়িত।

ঘুষ মামলায় ইডি আধিকারিক বিশাল দীপের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছে সিবিআই। এই এফআইআর-এর খবর প্রকাশ্যে আসে গত ২২ ডিসেম্বর। বিশাল দীপের বিরুদ্ধে দু’টি অভিযোগ করেছেন দেবভূমি গ্রুপ অফ ইনস্টিটিউশনের সভাপতি ভূপিন্দর  কুমার শর্মা এবং হিমালয়ান গ্রপ অফ প্রোফেশনাল ইনস্টিটিউশনস-এর সভাপতি রজনীশ বনশল। দু’জনেই অভিযোগ করেছেন ইডি আধিকারিক বিশাল দীপ এবং অন্য আধিকারিকরা তাঁদের গ্রেফতারি আটকাতে ঘুষ দাবি করেছিলেন।

সিবিআইয়ের অভিযোগ, ইডি আধিকারিক বিশাল দীপ হিমালয়ান গ্রুপ অফ প্রফেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান রজনীশ বনশালের কাছ থেকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতারি ঠেকাতে ১.১ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। বিশাল তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সিমলায় ইডি-র সহকারী পরিচালক-২ হিসেবে হিমাচল প্রদেশে ছাত্রবৃত্তি কেলেঙ্কারি সংক্রান্ত তদন্ত করছিলাম।

 

তিনি অভিযোগ করেন, তদন্তের সময় সিবিআই ডিএসপি এবং এক অভিযোগকারী তাঁকে ঘুষ নিতে প্ররোচিত করেন। এই আর্থিক দুর্নীতির প্রথম তদন্তকারী আধিকারিক ছিলেন সিবিআইয়ের ডিএসপি। ইডি আধিকারিক বিশাল দীপ ঘুষ নিতে অস্বীকার করায় সিবিআই ডিএসপি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বদলি করার হুমকি দেন। হুমকি সত্ত্বেও দীপ ঘুষ নিতে অস্বীকার করেন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৬৬ ধারার অধীনে ওই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder